নিজস্ব প্রতিবেদক : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সরকার শিক্ষা ও সংস্কৃতির সমন্বয় ঘটিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির পদক্ষেপ নিয়েছে।
শনিবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে সংস্কৃতিকর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি একথা বলেন।
আসাদুজ্জামান নূর বলেন, বাংলাদেশকে তছনছ করে দেয়ার চক্রান্ত চলছে। তাই জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে লড়াইয়ে নামতে হবে।
তিনি বলেন, শিক্ষা ও সংস্কৃতি সহ সকল ক্ষেত্রেই গুণগত মান কমে গেছে। তা্ই সর্বক্ষেত্রে সংখ্যা নয়-গুণগত মানকে গুরুত্ব দিতে হবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জানান, দেশের সংস্কৃতি অঙ্গনে অবকাঠামোগত উন্নয়নের চেষ্টা চলছে।
তিনি জানান, প্রতিটি উপজেলায় সাংস্কৃতিক কর্মকর্তা নিয়োগ দেয়া হবে। এছাড়াও সরকারের অনেক কর্মপরিকল্পনা রয়েছে।
আগামী বছর ঢাকায় বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মশত বার্ষিকীর কেন্দ্রীয় উৎসব অনুষ্ঠিত হবে। ভারতের খ্যাতিমান শিল্পীরা তাতে অংশ নেবেন বলেও তিনি জানান।
এ সময় সিলেটের সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, মদনমোহন কলেজের অধ্যক্ষ ড আবুল ফতেহ ফাত্তাহ, শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত সাংস্কৃতিক কর্মকর্তা তানভীর আল নাসিফ, জাতীয় নৃত্যশিল্পী সংস্থার সভাপতি অনিল কিষণ সিংহ, চিত্রশিল্পী অরবিন্দ দাশগুপ্ত, সংগীত শিল্পী সমন্বয় পরিষদের বিভাগীয় সভাপতি হিমাংশু বিশ্বাস, মুক্তিযুদ্ধ অনুশীলনের সভাপতি আল-আজাদ, আনন্দলোকের পরিচালক রানা কুমার সিনহা, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, সভাপতি মিশফাক আহমদ চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি গৌতম চক্রবর্তী, নজরুল সংগীত শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক বিজন রায় ও জাতীয় নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক নীলাঞ্জনা জুঁই।
মতবিনিময় সভা পরিচালনা করেন সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
Leave a Reply