নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) বলেছেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। তাই এদেশে কেউ না খেয়ে থাকছেনা। খাদ্যের দিক দিয়ে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ। তাই খাদ্য আমদানি করতে হয়না।
বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা খাদ্য গুদামের সামনে ও সদর ইউনিয়নে ১৩৫টি দুস্থ পরিবারের মাঝে ৬০ কেজি করে ভিজিডির চাল বিতরণ করার সময় তিনি এ কথা বলেন।
সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গতিগোবিন্দ দাশ।
আরও উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান উমেদ আলী, মাওলানা নূরুল হক, মেম্বার হামিদা খাতুন, শাহিনুর মিয়া, মহিউদ্দিন, আবুল মিয়া, আসাদ চৌধুরী প্রমুখ।
Leave a Reply