মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রায় ২০টি পরিবারের যোগাযোগ মাধ্যম এখনো বাঁশের সেতু। তাও নিজেদের টাকায় তৈরি করা। জনপ্রতিনিধিরা বিভিন্ন সময় রাস্তা করার কথা দিয়েও কথা রাখেননি।
১৯৯৭ সালে মাধবপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ২০১২ সালে দ্বিতীয় শ্রেণি থেকে উন্নীত হয় প্রথম শ্রেণিতে; কিন্তু এতে পৌরসভার মান বদল হলেও এই ২০টি পরিবারের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি।
ওয়ার্ডের দানু মিয়া শিকদারের স্ত্রী মাহমুদা শিকদার জানান, রাস্তা না থাকায় অনেক কষ্টে চলাচল করতে হয়। ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারে না। কেউ অসুস্থ হলে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার উপয় নেই।
রশিদ মিয়া জানান, অনেক কষ্টে সবাই মিলে টাকা দিয়ে বাঁশের সাঁকো বানাই। কয়দিন পর পর সেটা নষ্ট হয়ে যায়। কাউন্সিলর রাস্তা করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন; কিন্তু হচেছ না।
ওয়ার্ড কাউন্সিলর বাবুল হোসেন জানান, রাস্তা নির্মাণের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা জানান, রাস্তা নির্মাণের জন্যে কয়েকটি ভবন অপসারণ করতে হবে। এ জন্য এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন।
Leave a Reply