আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা সিলেটের সাংবাদিকদের মধ্যে সেতুবন্ধনের কাজ করছে। সকল সাংবাদিককে দাঁড় করিয়েছে এক প্ল্যাটফরমে। অন্যান্য পেশাজীবীদের সাথেও সাংবাদিকদের ঘনিষ্ঠতা বাড়াচ্ছে।
সোমবার রাতে ইমজার নিয়মিত প্রকাশনা বাংলা বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মহানগরীর পূর্ব জিন্দাবাজারের একটি হোটেলে ইমজা সভাপতি আশরাফুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবাশীষ দেবুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরো অতিথি ছিলেন, সংগঠনের দুই দাতা সদস্য মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহিবুর রহমান ও রিফাত এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ সিদ্দিকী শুভ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, ইমজার প্রতিষ্ঠাতা সভাপতি আল আজাদ, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির, দৈনিক শুভ প্রতিদিনের প্রধান সম্পাদক লিয়াকত শাহ ফরিদী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি আব্দুল বাতিন ফয়সল, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শ্যামানন্দ দাশ, ইমজার সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাব, আব্দুল আলিম শাহ, শুভ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক মঈন উদ্দিন, উত্তরপূর্বর বার্তা সম্পাদক নেহার পুরকায়স্থ প্রমুখ।
বক্তারা ইমজার বাংলা বর্ষপঞ্জি প্রকাশের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এর মাধ্যমে এ সংগঠন বাংলা সংস্কৃতির প্রসারে কাজ করে চলছে।
অনুষ্ঠানে ইমজা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সভাপতি জিএম কয়েস গাজী ও আনিস রহমান, সহ সাধারণ সম্পাদক মোয়াজ্জেম সাজু, ক্রীড়া সম্পাদক শফি আহমদ, সদস্য নিরানন্দ পাল, এ এইচ শিপার ও নাজমুল কবির পাবেল।
সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, ইমজার সাবেক সভাপতি সংগ্রাম সিংহ, বাপ্পা ঘোষ চৌধুরী, মাহবুবুর রহমান রিপন ও সাবেক সাধারণ সম্পাদক সজল ছত্রী।
অনুষ্ঠানে ইমজা-মাহা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৭ এর চ্যাম্পিয়ন দল উত্তরপূর্ব ও রানারআপ দল শুভ প্রতিদিন কর্মকর্তাদের হাতে প্রাইজমানি তুলে দেওয়া হয়।
Leave a Reply