নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের শিক্ষা ব্যবস্থায় সংস্কারের মাধ্যমে আধুনিক শিক্ষার বিস্তার ঘটিয়েছে। বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে নতুন পাঠ্যবই। এই সাফল্য ধরে রাখতে হবে।
তিনি আরো বরেছেন, বর্তমান বিশ্বায়নের যুগে শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা অর্জন করতে হবে। মনোযোগী হতে হবে পড়ালেখায়। কারণ অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।
রবিবার সকালে সিলেট মহানগরীর শাহজালাল উপশহর একাডেমি পরিদর্শনকালে এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
শাহজালাল উপশহর একাডেমির পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম শামীম আহমদের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো আতাউর রহমান। মানপত্র পাঠ করেন শিক্ষার্থী সামিয়া চৌধুরী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো হানজেলা, প্রকল্প পরিচালক তাহিয়াত আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো বদরুল ইসলাম শোয়েব, সিটি কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন, সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট সালেহ আহমদ সেলিম, শিক্ষামন্ত্রীর বিশেষ সহকারী অ্যাডভোকেট আব্বাস উদ্দিন প্রমুখ।
Leave a Reply