কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ পরিচালক কৃষিবিদ মো সালাহ উদ্দিন বলেছেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে আন্তরিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষি ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়নে গৃহীত অসংখ্য পদক্ষেপের মধ্যে সারের ভর্তুকি প্রদান অন্যতম। এর মাধ্যমে কৃষকরা সহজে কৃষিকাজ করে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি দেশের খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
বুধবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দক্ষিণ সুরমা উপজেলার উদ্যোগে লালাবাজার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘কন্দাল’ ফসল চাষাবাদ নিয়ে কৃষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এ কে আজাদ ফাহিমের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শামীমা আক্তার, লালাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, দি নিউনেশন ও দৈনিক আজকালের খবরের সিলেট ব্যুরো প্রধান এস এ শফি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মোমিন ও উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিল্টন পাল।
প্রশিক্ষণ কর্মশালায় দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ও লালাবাজার ইউনিয়নের কৃষকগণ অংশ গ্রহণ করেন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply