হবিগঞ্জ প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জে এনটিভির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেল। বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরী ও এয়ারলিংক ক্যাবল টিভি নেটওয়ার্কের সাবেক চেয়ারম্যান নূর উদ্দিন জাহাঙ্গীর। সভাপতিত্ব করেন, এনটিভির হবিগঞ্জ প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি অ্যাডভোকেট সফিকুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, শাবান মিয়া, ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ ও বিশিষ্ট কবি তাহমিনা বেগম গিনি সহ শহরের বিশিষ্টব্যক্তিবর্গ।
আলোচনা ও কেক কাটা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাডস কেজি এন্ড হাই স্কুলের শিক্ষার্থীরা এবং হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শিউলী রানী দাশ ও তার দল গান ও নৃত্য পরিবেশন করেন।
Leave a Reply