অনলাইন নিউজ পোর্টাল ড্রিম সিলেট ডটকমের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে সিলেট মহানগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটা হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সকল কর্মসূচি পালন করা হয়।
মহানগরীর পূর্ব জিন্দাবাজারের নেহার মার্কেটের সামনে থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে গিয়ে শেষ হয়।
পরে সেখানে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, সাংবাদিক ইকরামুল কবির, গল্পকার ও সাংবাদিক সেলিম আউয়াল, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ড্রিম সিলেট ডটকমের চেয়ারম্যান শেখ তোফায়েল আহমদ সেপুল, সম্পাদক শেখ আব্দুল মজিদ, সাংবাদিক আব্দুর রশিদ রেনু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, সিটি কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াস, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম, আইটি ল্যাব সলিউশন লিমিটেডের চেয়ারম্যান নিরাঞ্জন দে, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি ইলিয়াস আলী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ প্রমুখ।
Leave a Reply