শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের অনুষ্ঠানমালা। এতে ছিল উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর মুর্যাল ও শহিদমিনারে পুষ্পস্তবক অর্পণ, সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮টায় শাহীদ আলী মডেল উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী।
জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো আবু তালেবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম।
সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
Leave a Reply