বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেটে শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল এ এম এম খায়রুল কবীর শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার বিকেলে প্রতিষ্ঠানের কুশিয়ারা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে শিক্ষকদের উদ্দেশ্যে অনুপ্রেরণা ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কর্নেল এ এম এম খায়রুল কবীর।
তিনি শিক্ষকদেরকে ছাত্র ছাত্রীদের প্রতি আরো বেশি যত্নবান ও দায়িত্বশীল হবার পরামর্শ দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ৪৮ বিজিবি অধিনায়ক ও পরিচালনা পর্ষদের কো-চেয়ারম্যান লে কর্নেল আহমেদ ইউসুফ জামিল ও মেজর মেসবাহ উদ্দিন রাসেল। স্বাগত বক্তব্য রাখেন, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ প্রধান ফয়জুল হক।
Leave a Reply