সুনামগঞ্জ প্রতিনিধি : বরিশালে বেসরকারি টেলিভিশন ডিবিসির ক্যামেরাপারসন সুমন হাসানের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জে গণমাধ্যমকর্মীরা মানববন্ধন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়। অন্যান্য পেশার লোকজনও এতে অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন, মাছরাঙা টিভি প্রতিনিধি এমরানুল হক চৌধুরী, বাংলাভিশন প্রতিনিধি মাসুম হেলাল, দীপ্ত টিভি প্রতিনিধি সেলিম আহমদ ও সময় টিভি প্রতিনিধি হিমাদ্রী শেখর সহ অন্যান্য সাংবাদিক নেতা।
বক্তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত ৮ ডিবি সদস্যকে চাকরি থেকে বরখাস্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।
Leave a Reply