সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বাররা দায়িত্ব গ্রহণ করেছেন।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সভাপতিত্ব করেন বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজেন ব্যানার্জী। বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক আব্দুস সাত্তার, মুরব্বি মো পাখি মিয়া, মো আবুল হোসেন, রবীন্দ্র কুমার দেব আশিষ, ফকিরপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লি মো ফরিদ মিয়া, মো মানিক মিয়া, আতাউর রহমান আফরোজ, মো তাহির আলী, আফজল আহমদ আফতাব, মো শফিক মিয়া, শাহ ইকবাল হোসেন, মো হিরা মিয়া কিবরিয়া, মো রইছ আলী, বাবুল হোসেন, আহমদ হোসেন নিজাম, ইউপি সচিব সেলিমুর রহমান সেলিম, আইডিয়ার সমন্বয়কারী তৌফিক ইকবাল ও জবা পুরস্কায়স্থ। সভা পরিচালনা করেন বাহার উদ্দিন।
Leave a Reply