সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নের ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এলজি এসপি ২-বিজিবি প্রকল্পের খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে খেলাধুলা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল আলম, সমাজসেবী মো গোলাম কিবরিয়া হীরা মিয়া ও রবীন্দ্র কুমার দেব আশিষ।
আরো উপস্থিত ছিলেন আব্দুস সত্তার, আবুল হোসেন, আফজাল হোসেন আপ্তাব, আতাউর রহমান আফরুজ, মো পাখি মিয়া, মানিক মিয়া, মো মখলিছ মিয়া, মুক্তিযোদ্ধা রফিক মিয়া, নেছার মিয়া, নিজাম উদ্দিন, অলিউর রহমান, চান্দাই ফকিরপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লি ফরিদ মিয়া প্রমুখ। পরিচালনায় ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব অঞ্জলি দেব অলি ও বাহার উদ্দিন বাহার।
Leave a Reply