বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিশিগান শাখার সাধারণ সম্পাদক আবুল কাশেম মুর্শেদের পক্ষে সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি ইউনিয়ন বিএনপির সহযোগিতায় হতদরিদ্রদের মধ্যে বুধবার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বরইকান্দি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো হাবিবুর রহমান মাছুমের সভাপতিত্বে ও জেলা যুবদল নেতা সাহেদ আহমদের পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল বাহার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, বরইকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক ডা এনামুল হক। আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য রুহেল আহমদ কালাম, ইমরানুজ্জামান ইমরান, রায়হান আলম, আবু রায়হান আহমদ রাজু, বিএনপি নেতা কাওছার আহমদ, আব্দুস সামাদ হাসান, মঞ্জু আহমদ, কামাল উদ্দিন, মো রফিক মিয়া, সেলিম আহমদ, রুহুল আমিন প্রমুখ।
পরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন, সিলেট রেলওয়ে কলোনি মসজিদের ইমাম মাওলানা নূরউদ্দিন। এর আগে খতমে কুরআন অনুষ্ঠিত হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply