নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দিতে দুই পক্ষের কয়েক দফা সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন গুলিবিদ্ধ কয়েকজন সহ অন্তত ৩০ জন। আহতদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরইকান্দির ৩ নম্বর ও ৭ নম্বর সড়ক এলাকার কাজী আলফু মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গৌছ মিয়ার পক্ষের লোকজনের মধ্যে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, বাইসাইকেল ও মোটরসাইকেলের সংঘর্ষের জের ধরে সংঘর্ষের সূত্রপাত ঘটে। ঐ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও মঙ্গলবার সকালে আবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাশুক মিয়া ও বাবুল মিয়া।
Leave a Reply