নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকার বন্যার্তদের পাশে আছে। পরিস্থিতি মোকাবেলায় সরকারের হাতে যথেষ্ট অর্থ ও খাদ্য সামগ্রী রয়েছে। এছাড়া বিদেশ থেকে আরো খাদ্য আসছে। তাই চিন্তার কোন কারণ নেই।
শুক্রবার বিকেলে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইসলামপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বন্যা সৃষ্ট সমস্যা সাময়িক। তাই সাময়িকভাবেই মোকাবেলা করা হচ্ছে। তবে ত্রাণ বিতরণে কিছুটা সময় লাগে।
তিনি বলেন, দেশে ৩ মাস, ৫ মাস ও ৬ মাস মেয়াদের খাদ্য কর্মসূচি চালু রয়েছে।
অর্থমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশে সব সময়ই বন্যা হয়। তাই বন্যার বিষয়টি মনে রেখেই দেশে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে। তবে গত ৮ বছরের মধ্যে এবারের বন্যার তীব্রতা বেশি।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। এছাড়াও সিলেট-হবিগঞ্জ আসনের নারী সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও জাতিসংঘে সাবেক স্থায়ী প্রতিনিধি ড এ কে আব্দুল মোমেন উপস্থিত ছিলেন।
Leave a Reply