নিজস্ব প্রতিবেদক : সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান বলেছেন, সরকার বন্যার্তদের পাশে রয়েছে। পর্যাপ্ত ত্রাণ তৎপরতা চলছে বন্যা কবলিত প্রতিটি এলাকায়। সিলেটের ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সবধরনের সহায়তা দেওয়া হবে।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি ও ত্রাণ তৎপরতা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতে গিয়ে তিনি একথা বলেন।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বলেন, বন্যা কবলিত এলাকায় স্বচ্ছতার সাথে ত্রাণ তৎপরতা চালাতে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করতে জেলা প্রশাসন থেকে একজন করে ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে। সম্পৃক্ত করা হয়েছে সাংবাদিকদেরকে। প্রত্যন্ত এলাকা পর্যন্ত ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।
তিনি জানান, এবারের বন্যায় সিলেট মহানগরীর বেশকিছু অংশ ও জেলার ২টি পৌরসভা সহ ১৩টি উপজেলাই কবলিত হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩ লাখ ৩৮ হাজার। বর্তমানে ১৬০টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ আছে।
Leave a Reply