আবির হাসান, তাহিরপুর : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। বাড়ছে পানিবন্দি মানুষের দুর্ভোগ। প্রতিটি এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে।
এক সপ্তাহের বেশি সময় ধরে সীমান্তবর্তী এ উপজেলা বন্যা আক্রান্ত। শুক্রবার পানি কিছু কমলেও শনিবার থেকে আবার বাড়তে শুরু করেছে। পানি ঢুকে পড়েছে উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে। এছাড়া বাড়িঘর জলমগ্ন হয়ে পড়ায় অনেক পরিবার আশেপাশের উঁচু স্থান, বিদ্যালয় ও বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। হাওর পাড়ের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে ঢেউয়ের আঘাতে। পরিস্থিতি এমন যে, ঘরে চুলা জ্বালানোও যাচ্ছেনা।
জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদ্দাচ্ছির আলম সবুল জানিয়েছেন, বন্যা আশ্রয় কেন্দ্র সার্বক্ষণিক খোলা রাখা হয়েছে। হাওর এলাকার অনেকেই ফোন করে আশ্রয় নেয়ার অনুরোধ জানিয়েছেন। তাদেরকে আশ্বস্ত করা হয়েছে, যেকোন সময় এসে আশ্রয় নিতে পারেন।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নোয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয় কেন্দ্রে পরিবার নিয়ে উঠেছেন ৬৫ বছরের বৃদ্ধ আব্দুর রশিদ। তিনি জানান, বানের পানিতে তার বসতভিটা ভেঙ্গে গেছে। কূল কিনারা না পেয়ে সবাইকে নিয়ে এখানে আশ্রয় নিয়েছেন।
উপজেলার মারালা গ্রামের নজরুল ইসলাম, ছয়ফুল ইসলাম, সাইকুল ইসলাম ও আনু মিয়ার বসতভিটা ঢেউয়ের কবলে ভেঙ্গে পড়ায় তারা প্রতিবেশী ও নিকট আত্মীয়দের ঘরে আশ্রয় নিয়েছেন।
তাহিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি তালুকদার জানান, উপজেলার বন্যা কবলিত শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে ৩টি, শ্রীপুর উত্তর ইউনিয়নে ৩টি, বালিজুড়ি ইউনিয়নে ১টি ও বাদাঘাট ইউনিয়নে ১টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।
শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলম ও শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মিয়া হোসেন জানান, বন্যা আশ্রয় কেন্দ্র খোলা হলেও কোন ত্রাণসামগ্রী পাওয়া যায়নি।
Leave a Reply