সিলেট মহানগরীর আনন্দ নিকেতন স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী তাইরা জাহান তাহিয়া ও নিগাদ নাহিদের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় দরিদ্র ও কর্মহীন অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা, লক্ষীপুর, বোগলাবাজার, দোয়ারাবাজার সদর ও মান্নারগাঁও ইউনিয়নে ১৫০টি পরিবারে এই অর্থ বিতরণ করা হয়।
এসময় বক্তব্য রাখেন, দোয়ারবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা আব্দুল কুদ্দুস, বিশিষ্ট সমাজসেবী আব্দুল হাই, মাওলানা হারুন রশীদ, মাওলানা ফরিদ উদ্দিন, কামাল মাস্টার, ক্বারি বশির আহমদ, মফিজুল ইসলাম ও আসমত।
Leave a Reply