তাহিরপুর প্রতিনিধি : ঈদের আগে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কসহ বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকার সকল সড়ক সংস্কারের দাবিতে তাহিরপুরে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার বিকেল তাহিরপুর উপজেলা সদরে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা এ কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ যোগ দেন।
মানববন্ধন চলাকালীন সংগঠনের সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, ইউপি সদস্য বিউটি রানী তালুকদার, হুমায়ূন, বাবলু ও রাসেল।
বক্তারা বলেন, বন্যার পানি নেমে গেলেও এখন পর্যন্ত রাস্তাগুলো সংস্কার করা হয়নি। ফলে যাতায়াত কষ্টসাধ্য হয়ে গেছে।
Leave a Reply