দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদের নেতৃত্বে সিলেট চেম্বার নেতৃবৃন্দ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের বৃহৎ পাইকারি বাজার পরিদর্শন করেছেন।
বুধবার বিকেলে তারা কালিঘাট, লালদিঘির পার ও কাজিরবাজার পরিদর্শন করেন।
এ সময় সিলেট চেম্বার নেতৃবৃন্দ ছোট-বড় পাইকারি ও খুচরা দোকানগুলো ঘুরে দেখেন এবং বন্যায় ক্ষয়ক্ষতির ব্যাপারে সিলেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও অন্যান্য ব্যবসায়ীর সঙ্গে আলোচনা করেন।
এ সময় সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ বলেন, সিলেটে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। সুরমা নদীর পানি উপচে সিলেট মহানগরীর নিম্নাঞ্চল ইতোমধ্যে প্লাবিত হয়েছে। পানি এভাবে বাড়তে থাকলে কয়েকদিনের মধ্যে পুরো মহানগরী বন্যায় আক্রান্ত হয়ে যাবে।
তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় দেশে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চাল বাজার। তবে চালের বাজারমূল্য স্থিতিশীল রাখতে ও চালের ঘাটতি পূরণে সিলেট চেম্বার নিয়মিত বাজার মনিটরিং করে যাচ্ছে।
পরিদর্শনকালে ব্যবসায়ীরা জানান, বন্যার মধ্যেও বাজার স্থিতিশীল রয়েছে। এছাড়া বাজারে পণ্যসামগ্রীর মজুত পর্যাপ্ত। দাম বাড়ার কোন আশংকাও নেই।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সিলেট চেম্বারের সহসভাপতি মো আতিক হোসেন, পরিচালক ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), খন্দকার ইসরার আহমদ রকী, কাজী মো মোস্তাফিজুর রহমান ও সহকারী সচিব সানু উদ্দিন রুবেল।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply