পলি রায়, সুুনামগঞ্জ : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা মো এনামুর রহমান বলেছেন, সুনামগঞ্জসহ সকল জেলায় সর্বনাশা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষরা যাতে ঘুরে দাঁড়াতে পারে সে জন্য সরকার সবকিছু করবে।
তিনি আরও বলেছেন, সরকার থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রতিমন্ত্রী বন্যা নিয়ন্ত্রণে নদী খননের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলারও আশ্বাস দিয়েছেন।
শনিবার দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় ডা মো এনামুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ বি এম তাজুল ইসলাম, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, যুবলীগের কেন্দ্রীয় উপসাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্মরণ ও ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রুকন।
Leave a Reply