সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের বৃহৎ পাইকারি বাজার কালিঘাট, লালদিঘিরপার ও চালবাজার পরিদর্শন করেছেন।
সোমবার দুপুরে তারা কালিঘাট, লালদিঘিরপাড় ও চালবাজারে অবস্থিত ছোটবড় পাইকারি ও খুচরা দোকানগুলো ঘুরে দেখেন এবং বন্যায় ক্ষয়ক্ষতির ব্যাপারে সিলেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন।
এ সময় সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমদ বলেন, সিলেটে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চালবাজার। তবে এই বিপদে ধৈর্য্যধারণ করতে হবে।
তিনি এই দুর্যোগপূর্ণ সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম যাতে বেড়ে না যায় সে ব্যাপারে ব্যবসায়ীদেরকে সহনীয় হওয়ার আহবান জানান।
বন্যাদুর্গত মানুষের প্রয়োজনীয় খাবারের সরবরাহ যাতে বাজারে সঠিকভাবে থাকে সেক্ষেত্রে ব্যবসায়ীদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যেও তিনি অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট চেম্বারের পরিচালক দেবাংশু দাস, কাজী মো মোস্তাফিজুর রহমান, চালবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সিলেট চেম্বারের সচিব মো গোলাম আক্তার ফারুক, সহকারী সচিব সানু উদ্দিন রুবেল প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply