সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব ২৭ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারকে গৃহ নির্মাণ সামগ্রী ও ঢেউটিন দেওয়া হয়েছে।
রবিবার বাদ আসর গোটাটিকর আচার্য্যপাড়ায় হত দরিদ্রদের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়।
ফ্রেন্ডস ক্লাব ২৭ নম্বর ওয়ার্ডের সভাপতি রফিকুজ্জামান রফিকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশন ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজম খান।
তিনি বলেন, ফ্রেন্ডস ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে ২৭ নম্বর ওয়ার্ড তথা দক্ষিণ সুরমায় শিক্ষার উন্নয়নের পাশাপাশি হত দরিদ্রদেরকে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছে।
সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রাজিবের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফ্রেন্ডস ক্লাব ক্লাব ২৭ নম্বর ওয়ার্ডের উপদেষ্টা জাকারিয়া আহমদ লিটন, রাজু আহমদ, আব্দুল ওয়াহিদ, গোটাটিকর ব্রাদার্স ক্লাবের সহসাধারণ সম্পাদক মুহিবুর রহমান রনি, ফ্রেন্ডস ক্লাবের সভাপতি সহসভাপতি নাকিব খান, শিমুল ইসলাম, সহসাধারণ সম্পাদক সুজিত চন্দ প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply