যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো জাহিদ আহসান রাসেল এমপি মানবিক সহায়তা নিয়ে সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। শুক্রবার তিনি সিলেটের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
প্রতিমন্ত্রী দুপুরে সিলেট জেলা স্টেডিয়ামে ব্যক্তিগত তহবিল থেকে এক হাজার মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবন ও স্যালাইনসহ শুকনো খাবারের প্যাকেট বিতরণ করেন।
প্রতিমন্ত্রী দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ উপজেলার বন্যাকবলিত এলাকায় আরও ২০০০ মানুষের কাছে ত্রাণসহায়তা পৌঁছে দেন।
ত্রাণ বিতরণকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বিএনপির কাজই অপরাজনীতি করা। তারা সহজ ও সোজা পথে হাঁটে না। দলটি পদ্মা সেতুর মতো দেশের এত বড় প্রকল্প নিয়েও ষড়যন্ত্রের চেষ্টা করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে তাদের সকল কুচেষ্টা ব্যর্থ হয়েছে।
এবার বন্যার মতো মানবিক বিপর্যয় নিয়ে বিএনপি অপরাজনীতি শুরু করেছে বলে তিনি মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বিএনপিকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর পরামর্শ দেন।
তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের কোন ভয় নেই। আমরা সবাই আপনাদের পাশে আছি। মানবিক নেত্রী বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের মাঝে এসে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।’
যে সকল ক্রীড়া পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সে সকল পরিবারকেও সহায়তা করা হবে বলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক মো মজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply