সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যা দুর্গত ৭০০ পরিবারকে কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদ ত্রাণসহায়তা দিয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা সদরে সংগঠনের কার্যালয়ে ৬ ইউনিয়নের এসব পরিবারকে চিড়া, মুড়ি, স্যালাইন ও ঔষধ দেওয়া হয়।
সংগঠনের প্রধান সমন্বয়ক হাফিজ মাওলানা মাহমুদুল হাসানের পরিচালনায় এ সময় প্রধান অতিথি ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো লাল মিয়া। বিশেষ অতিথি ছিলেন, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াদ আলী ও পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর আলম।
ত্রাণ বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় দেশের কার্যবাস্তবায়ন কমিটিসহ সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, সংগঠনের সাবেক সভাপতি ও ত্রাণ বাস্তবায়ন কমিটির আহবায়ক কানাডা প্রবাসী শাহজাহান মোহাম্মদ রুমেল, যুগ্মআহবায়ক সৌদি আরব শাখার সভাপতি হাফিজ আনছার উদ্দিন, যগ্মআহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক পর্তুগাল প্রবাসী মঈন উদ্দিন মনি, সদস্য সচিব ফ্রান্স প্রবাসী ফরহাদ আহমদ নূর, যুগ্মআহবায়ক সৌদি আরব প্রবাসী মো নূর মিয়া, মো আলী আকবর, যুগ্ম সদস্য সচিব দুলাল আহমেদ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply