সিলেট মহানগরীর বন্যাদুর্গত পানিবন্দি মানুষের মাঝে প্রতিদিনের ন্যায় মঙ্গলবারও মহানগর বিএনপির যুগ্মআহবায়ক এমদাদ চৌধুরীর ত্রাণ বিতরণ অব্যাহত ছিল।
এদিন বিকেলে তিনি মহানগরীর বন্যা কবলিত ১০, ১১, ১২, ১৪, ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের বাসায় গিয়ে তাদের পরিবারে রান্না করা খাবার পৌঁছে দেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী। বিশেষ অতিথি ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র অ্যাডভোকেট রুকশানা বেগম শাহনাজ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুর্শেদ আহমদ মুকুল, মাহবুব চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সদস্য মাহবুব আহমদ চৌধুরী, ৯ নম্বর ওয়ার্ডের আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান পাবেল, জেলা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল ও ২৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমরান আলী প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply