বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার উদ্যোগে সোমবার বন্যার্তদের মাঝে রান্না করা খাবার, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ড এবং কান্দিগাঁও ইউনিয়নের ৭ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ডে এই ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সিলেট বিভাগের প্রধান সমন্বয়ক আনোয়ার উদ্দিন আহমদ রুনু, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো নিজাম উদ্দিন, সংগঠনের বিভাগীয় সভাপতি অধ্যাপক মো আমিনুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক ওমর ইসলাম ফয়ছল, মহানগর সভাপতি জেসমিন নাহার, সাধারণ সম্পাদক মো মোস্তফা উল্লাহ, সহসভাপতি ওয়াহিদ উদ্দিন দুলাল, শহীদুল ইসলাম রিংকু, যুগ্মসম্পাদক এনামুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হোসিয়ার আলম প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply