দেওয়ান ফরিদ গাজী স্মুতি সংসদ ও পুষ্প যুবকল্যাণ সংস্থার উদ্যোগে বানবাসী পরিবারের মাঝে শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ওষুধ, খাবার সেলাইন ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে সিলেট সদর উপজেলার কান্দিরগাঁও ইউনিয়নের বিভিন্ন স্থানে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাসিত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা সুলতানা, সহসভাপতি আছিয়া শিকদার, যুগ্মসাধারণ সম্পাদক, জেলা মহিলা সংস্থার সভাপতি হেলেন আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, কান্দিরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজম আলী, জেলা পরিষদের সাবেক সদস্য সুষমা সুলতানা রুহি, যুব সংগঠক আফিকুর রহমান আফিক, যুবলীগ নেতা মিঠু মোহন দেব প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি।
Leave a Reply