নিজস্ব প্রতিবেদক : ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বন্যার কারণে যারা আশ্রয় কেন্দ্রে এসে উঠেছেন তাদেরকে ঘরে না ফেরা পর্যন্ত খাদ্য সহায়তা দেয়া হবে।
মঙ্গলবার বিকেলে সিলেটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী সিলেটের বন্যার্তদের জন্যে আরো ৫শ মেট্রিন টন চাল ও নগদ ১০ লাখ টাকা বরাদ্দ দেন।
তিনি আরো জানান, অর্থমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর সাথে আলোচনা করে ভিজিএফ কার্ডও বাড়ানো হবে।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষ যাতে ত্রাণ পায়, সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেন।
তিনি বলেন, নয়ছয় বা দুর্নীতি করলে কাউকে ক্ষমা করা হবেনা।
এ প্রসঙ্গে তিনি সুনামগঞ্জে দুর্নীতির অভিযোগে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা সহ ৬১ জনের বিরুদ্ধে দুদকের মামলার উল্লেখ করেন।
ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, যুগ্ম সচিব মো মহসীন, মহাপরিচালক রিয়াজ আহমদ, বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম, আওয়ামী লীগের জেলা সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, সহ সভাপতি সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, নির্বাহী সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ এ সময় বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। এছাড়াও সংশ্লিষ্ট বিভাগের প্রধানগণ বন্যা সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরেন।
Leave a Reply