সিলেট মহানগরীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ওয়ার্ডসমূহে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।
কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ উপকমিটির পক্ষ থেকে প্রেরিত ত্রাণসামগ্রী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেনের নির্দেশনায় মঙ্গলবার, ২ জুলাই (১৮ আষাঢ়) ৩৮ নম্বর ও ৩৯ নম্বর ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।
আগামী ৩ ও ৪ জুলাই মহানগরীর অন্যান্য ক্ষতিগ্রস্ত ওয়ার্ডেও ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।
এসব বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, দপ্তর সম্পাদক খোন্দকার মহসিন কামরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম এহিয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মো সুয়েব আহমদ, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল হক, ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন, আফতাব হোসেন সিরাজী প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply