সিলেট মহানগরীর বাগবাড়ি এলাকার চৌধুরী জান্নাত রাখি বন্যাকবলিত তৃতীয় লিঙ্গের মানুষদের পাশে দাঁড়িয়েছেন।
তিনি ব্যক্তিগত উদ্যোগে এই মানুষদেরকে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা দিয়েছেন।
চৌধুরী জান্নাত রাখি সোমবার বিকেলে মহানগরীর কদমতলিতে বিভিন্ন এলাকার অর্ধশত তৃতীয় লিঙ্গের মানুষকে খাদ্যসামগ্রী এবং কিছু সংখ্যককে আর্থিক সহায়তা দেন।
এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক সুবর্ণা হামিদ, আশার আলো যুব কল্যাণ সংঘের সভাপতি মানবাধিকার কর্মী মাহফুজ আলম ও হিজড়া যুব কল্যাণ সংস্থার সভাপতি সুক্তা হিজড়া।
বন্যায় কর্মহীন হয়ে পড়া হিজড়ারা এই সহায়তার জন্যে চৌধুরী জান্নাত রাখির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply