নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর বন্দরবাজার-জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে রিক্সা চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ীরা বিক্ষোভ করেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে তারা দফায় দফায় বিক্ষোভ করেন এবং দাবি মেনে নিতে সিলেট সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, ১ জানুয়ারি থেকে চৌহাট্টা-জিন্দাবাজার-বন্দরবাজার সড়কে রিক্সা চলাচল বন্ধ করে দেওয়ায় এসব এলাকায় অবস্থিত বিপণিবিতানগুলো ক্রেতা শূন্য হয়ে গেছে। ফলে ব্যবসায়ীরা দারুণ বিপাকে পড়েছেন।
Leave a Reply