নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিহত রায়হান আহমদের উপর নির্যাতনের ব্যাপারে সাময়িক বরখাস্ত এস আই আকবর হোসেন ভূঁইয়া প্রাথমিক তথ্য দিয়েছেন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে সিলেটের মুখ্য মহানগর হাকিম মো আবুল কাশেমের আদালতে এই তথ্যের ভিত্তিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইর তদন্ত কর্মকর্তা ওয়াজেদ আলী একটি লিখিত প্রতিবেদন জমা দেন।
তবে এস আই আকবর হোসেন ভূঁইয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি কিংবা নতুন করে রিমান্ড আবেদন না থাকায় আদলত তাকে কারাহাজতে প্রেরণের নির্দেশ দেন।
মুখ্য মহানগর হাকিম আদালতের পিপি অ্যাডভোকেট সৈয়দ শামিম বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply