হবিগঞ্জ প্রতিনিধি : বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, বন উজার করা মেনে নেয়া যায় না। যে বনের গাছে হাত দেবে তার কালো হাত ভেঙ্গে দিতে হবে। কারণ গাছের সংখ্যা কমে যাওয়ায় প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বেড়ে গেছে। তাই যারা নির্বিচারে গাছ ও বন উজার করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি আরো বলেছেন, গাছ চুরি একটি সামাজিক অপরাধ। এতে দেশ ও সমাজ ক্ষতিগ্রস্ত হয়। অতীতে গাছ চুরির বিষয়ে আদালত কঠোর ভূমিকা পালন করেছে। সামাজিকভাবে গাছ চুরি ঠেকাতে হবে।
সোমবার দুপুরে হবিগঞ্জ কালেক্টরেট প্রাঙ্গণে বৃক্ষরোপণ অভিযান ও জেলা বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রধান অতিথি বক্তব্য রাখছিলেন।
জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদ হোসেন ও হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান। অন্যদের মধ্যে বক্তৃতা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক অমিতাভ পরাগ তালুকদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের ভারপ্রাপ্ত উপ পরিচালক তমিজ উদ্দিন খান, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও সাবেক পিপি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু।
এর আগে একটি শোভাযাত্রা বের করা হয়।
Leave a Reply