নিজস্ব প্রতিবেদক : সিলেটে ছাত্রলীগ নেতার হামলার গুরুতর আহত সরকারি মহিলা কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিস আদালতে সাক্ষ্য দিয়েছেন।
রবিবার দুুপুরে তিনি মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে সাক্ষ্য দেন।
খাদিজা আক্তার নার্গিস ২০১৬ সালের ৩ অক্টোবর এম সি কলেজ ক্যাম্পাসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সম্পাদক বদরুল আলমের হামলায় গুরুতর আহত হন। প্রায় ৪ মাস ঢাকায় চিকিৎসা শেষে শুক্রবার তিনি বাড়ি ফিরেন।
এই হামলার ব্যাপারে খাদিজা আক্তার নার্গিসের চাচা আব্দুল কুদ্দুছের দায়ের করা মামলায় একমাত্র আসামি বদরুল আলম। সাক্ষী ৩৬ জন। এর মধ্যে আদালত ৩৪ জনের সাক্ষ্য গ্রহণ করেছে। ১ মার্চ যুক্তিতর্ক উপস্থাপন হবে।
Leave a Reply