সুনামগঞ্জ প্রতিনিধি : সিলেটে শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে ছাত্রলীগ নেতা বদরুল আলমের কুপিয়ে মারাত্মক আহত করার প্রতিবাদে ও বদরুল আলমের ফাঁসির দাবিতে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা মানববন্ধন করেছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা ছাত্রদলের আহবায়ক নূরুল ইসলাম নূরুলের নেতৃত্বে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক তফাজ্জল হোসেন, জামাল উদ্দিন বাকের, আনোয়ার জাবেদ, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক সামসুদ্দোহা, জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি আজিজুল ইসলাম সৌরভ, কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
নেতৃবৃন্দ বলেন, এভাবে প্রকাশ্যে একজন সন্ত্রাসীর চাপাতি দিয়ে এক নিরীহ শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর আহত করার নজির নেই।
Leave a Reply