সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও হামলাকারী বদরুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আলোকবর্তিকা : সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও হামলাকারী বদরুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে আলোকবর্তিকা সিলেটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি খায়রুল ইসলাম জুবেলের সভাপতিত্বে ও আশরাফুল হকের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ডা আরমান আহমদ শিপলু। বিশেষ অতিথি ছিলেন আলোকবর্তিকা সিলেটের উপদেষ্টা মাহমুদুল করিম নেওয়াজ, সচেতন যুব সমাজ সিলেটের সাধারণ সম্পাদক কামাল হোসেন নাজিম, রুবেল আহমদ ও আব্দুন নূর। আরো
উপস্থিত ছিলেন বায়েজিদ, সুহান, শামসুল জাকির, আসিফ আহমদ আরিফ, বুরহান উদ্দিন রাসেল, জুনাঈদ সিদ্দিকী প্রমুখ।
প্রধান অতিথি ডা আরমান আহমদ শিপলু বলেন, সন্ত্রাসীদের কোন দল নেই। যারা এ ধরনের বর্বরোচিত হামলা চালাতে পারে তারা কখনো কোন দলের হতে পারে না।
মানবাধিকার সোসাইটি : শুক্রবার বিকেল ৩টায় মহানগরীর কোর্ট পয়েন্টে জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আল আসলাম মুমিন। প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ হক। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, অ্যাডভোকেট আখতার হোসেন খান, সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী ও জাতীয় মানবাধিকার সোসাইটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ড এম শহিদুল ইসলাম। মানববন্ধন যৌথভাবে পরিচালনা করেন আলী আকবর রাজন ও শিহাব উদ্দিন আহমদ।
গণদাবী ফোরাম : বৃহস্পতিবার বিকেলে মহানগরীর সুরমা মার্কেট কার্যালয়ে সিলেট বিভাগ গণদাবী ফোরামের এক আলোচনা সভায় খাদিজা বেগম নার্গিসের উপর হামলাকারী বদরুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আখলাক আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, ইয়াওর বক্ত চৌধুরী, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, অ্যাডভোকেট শামীম হাসান চৌধুরী, শাহ শেরওয়ান মুহাম্মদ কামালী, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মাসুদুর রহমান চৌধুরী, আমিনুল ইসলাম বকুল, আবেদ আক্তার চৌধুরী, মীর এম এ খালিক মন্টু, সৈয়দ মোস্তাফিজুর রহমান, আব্দুস শহীদ, সুফি মোহাম্মদ ইকবাল, হুমায়ুন কবির, তানিম চৌধুরী আপন, রিপন মিয়া, সুমন মিয়া ও হাসান বক্ত চৌধুরী কাওছার।
মুসলিম ঐক্য পরিষদ : শনিবার বাদ জোহর মহানগরীর কোর্ট পয়েন্টে মুসলিম ঐক্য পরিষদ বাংলাদেশের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন মুসলিম ঐক্য পরিষদ বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা আসলাম রহমানী। বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, যুব জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফিজ মাছরুর আহমদ, ইসলামী ঐক্যজোট নেতা ডা হাবিবুর রহমান, মুসলিম ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা মাওলানা আজিজুর রহমান, মাওলানা আবু ইউসুফ চৌধুরী, মাওলানা আব্দুল্লাহ মাছুদ, মাওলানা শায়েখ সাইফ উদ্দীন, মুফতি সাদিকুর রহমান, মাওলানা সিফত উল্লাহ, মাওলানা আজিজুর রহমান, হাফিজ আশরাফ, মাওলানা ফখরুল ইসলাম নোমান, মাওলানা আখলাকুর রহমান, মাওলানা এনামুল হক মামুন ও মাওলানা নোমান আহমদ। পরিচালনায় ছিলেন সংগঠনের মহাসচিব মুফতি মুশতাক আহমদ ফুরকানী।
Leave a Reply