নিজস্ব প্রতিবেদক : সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও হামলাকারী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বদরুল আলমের শাস্তির দাবিতে তার নিজের এলাকা সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখিতে মানববন্ধন করা হয়েছে।
সিলেট সদর উপজেলার সচেতন নাগরিক সমাজ বুধবার সকাল ১১টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখি নামক স্থানে এই মানববন্ধনের আয়োজন করে।
বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের ব্যুরো প্রধান মকসুদ আহমদের পরিচালায় এতে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশফাক আহমদ, টুকেরবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদ আহমদ, প্রেসক্লাব ফাউন্ডেশন সিলেটের সভাপতি আল-আজাদ, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির, সদর উপজেলা বিএনপি সদস্য আবুল কালাম তারেক, ৭১ টিভি প্রতিনিধি ইকবাল মাহমুদ, দৈনিক সিলেটের ডাকের স্টাফ রির্পোটার নূর আহমদ, দৈনিক উত্তরপূর্বর স্টাফ রিপোর্টার ওলিউর রহমান প্রমুখ।
বক্তারা বর্তমান দ্রুত বিচার ট্রাইব্যুনালে বা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুততম সময়ের মধ্যে বদরুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এছাড়া মানববন্ধন থেকে খাদিজা বেগম নার্গিসের চিকিৎসাভার গ্রহণ করার জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানানো হয়।
Leave a Reply