নিজস্ব প্রতিবেদক : করোনার কারণে এবার পাঠ্যপুস্তক উৎসব না হলেও বছরের প্রথম দিনেই সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় উপজেলা সদরের তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসায় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।
তাহিরপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু সাঈদ জানান, করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। তবে সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম ছিল। পর্যাপ্ত বই ইতোমধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়েছে। কোন ঘাটতি নেই।
Leave a Reply