নিজস্ব প্রতিবেদক : ইংরেজি নতুন বছরের প্রথমদিন সিলেট সহ সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উদ্যোগে বিভাগীয় পর্যায়ের পাঠ্যপুস্তক উৎসবের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপ পরিচালক জাহাঙ্গীর কবীর আহাম্মদ ও প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপ পরিচালক এ কে এম সাফায়েত আলম। স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থ
পরে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেয়া হয়।
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়েও সকালে পাঠ্যপুস্তক উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপ পরিচালক জাহাঙ্গীর কবীর আহাম্মদ, প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপ পরিচালক এ কে এম সাফায়েত আলম ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপ রেজিস্ট্রার আব্বাস উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দেবনাথ।
সুনামগঞ্জ প্রতিনিধি : ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে নতুন বছরের শুরুতে সুনামগঞ্জে পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত পাঠ্যপুস্তক উৎসব উদ্বোধন করেন, জেলা প্রশাসক আব্দুল আহাদ।
এ উপলক্ষে শহরের রাজগোবিন্দ সরকারি বিদ্যালয়ের মাঠে আলোচনার আয়োজন করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ এমরান হোসেন ও বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান।
অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হয়।
নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার নিজস্ব অর্থায়নে পরিচালিত পৌর আইডিয়াল স্কুলে বছরের প্রথমদিন ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। একই সাথে নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়।
মঙ্গলবার দুপুরে পৌর এলাকার জয়গনরে পৌর আইডিয়াল স্কুল প্রাঙ্গণে বই বিতরণ অনুষ্ঠান ও নবনির্মিত ভবন উদ্বোধন করেন, পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী। পৌর কাউন্সিলর আলাউদ্দিনের সভাপতিত্বে ও প্যানেল মেয়র এটিএম সালামের সঞ্চালনায় এতে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, অধ্যাপক যতীন্দ্র দাশ সামন্ত ও প্যানেল মেয়র বাবুল চন্দ্র দাশ।
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে আনন্দঘন পরিবেশে পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে এ উৎসবের উদ্বোধন করেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনীল মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিন ও প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন।
জেলায় এ বছর ৩শ ৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ ৪০ হাজার ২শ ১৭ জন শিক্ষার্থীকে ৩২ লাখ ৪২ হাজার ৫শ ৫৫টি বই দেয়া হয়।
Leave a Reply