নিজস্ব প্রতিবেদক : মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর জন্ম শতবার্ষিকী সরকারিভাবে উদযাপিত হবে।
এ উপলক্ষে জাতীয় জাদুঘরের উদ্যোগে তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এ ব্যাপারে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াস। সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক সন্দীপ কুমার সিংহ। স্বাগত বক্তব্য রাখেন, জাতীয় জাদুঘরের পরিচালক শিহাব শাহরিয়ার। আলোচনায় অংশ নেন, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী, ভবতোষ রায় বর্মণ রানা, জাফর চৌধুরী, সিলটিভির প্রধান সম্পাদক ও মুুক্তিযুদ্ধ পাঠাগারের সভাপতি আল আজাদ, সেক্টর কমান্ডার্স ফোরামের বিভাগীয় সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আব্দাল, সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী ও সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
Leave a Reply