মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিকে সামনে রেখে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জাতীয় নেতা বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৩৭তম মৃত্যুবার্ষিকী পালনের লক্ষ্যে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ, সিলেটের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে
রবিবার অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জুয়েলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী, চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মো আরশ আলী ও মো সাইফুল ইসলাম শফি।
সর্বসম্মতিক্রমে সভায় ২ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা। এতে প্রথমদিনে (১৫ ফেব্রুয়ারি) রয়েছে, দুপুর ২টায় নাইরপুলে ওসমানী জাদুঘরে শিক্ষিত বেকার মুক্তিযোদ্ধার সন্তান ও সুবিধাবঞ্চিত মহিলাদের মধ্যে সেলাই মেশিন ও গরীব মেধাবী (৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি) শিক্ষার্থী যারা আর্থিক সঙ্কটের কারণে ভর্তি হতে পারেনি তাদের মধ্যে নগদ টাকা ও শিক্ষা উপকরণ বিতরণ এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের রূহের মাগফেরাত ও অসুস্থদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল।
দ্বিতীয়দিনে (১৬ ফেব্রুয়ারি) রয়েছে, সকাল সাড়ে ১১টায় সিলেট-ঢাকা মহাসড়কে সিলেটের প্রবেশদ্বারে নির্মিত বঙ্গবীর ওসমানী তোরণে তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বাদ জোহর বঙ্গবীর ওসমানীর বাড়িতে বঙ্গবীর ওসমানী ট্রাস্ট আয়োজিত মিলাদ মাহফিলে অংশ গ্রহণ, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হযরত শাহজালাল (র) মাজার প্রাঙ্গণে খতমে কোরআন এবং বাদ আসর হযরত শাহজালাল (র) মাজার মসজিদে দোয়া শেষে মরহুমের মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন।
Leave a Reply