মহান মুক্তিযুদ্ধের কমান্ডার-ইন-চিফ, আজীবন গণতন্ত্রী বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ১০৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বঙ্গবীর ওসমানী জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ কেন্দ্রীয় সংসদ ও বঙ্গবীর ওসমানী গ্লোবাল ফাউন্ডেশন সিলেটের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট মহানগরীর শিবগঞ্জে ‘ভিশন সিলেট’ কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বঙ্গবীর জেনারেল ওসমানী জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ ফয়জুর রাহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি অধ্যক্ষ কালাম আজাদ ও মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটের ডিন প্রফেসর ড নজরুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, বঙ্গবীর ওসমানী জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ। বক্তব্য রাখেন, অপর যুগ্ম সদস্য সচিব মাহবুবুজ্জামান চৌধুরী, অ্যাডভোকেট বদরুল আহমেদ চৌধুরী, সৈয়দ আহমদ আলী, আফিকুর রহমান আফিক, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ, আমিন তাহমীদ, কয়েছ আহমদ সাগর, জাবেদুল ইসলাম দিদার ও খসরুর রশীদ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply