মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৩৫তম মৃত্যুবার্ষিকী শনিবার। যথাযথ মর্যাদায় দিনটি পালনে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেট দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে, কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল সাড়ে ৯টায় বঙ্গবীরের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণে খতমে কুরআন, বাদ জোহর দরগা জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া এবং সবশেষে কবর জিয়ারাত।
সকলকে কর্মসূচিতে অংশ নিতে সংগঠনের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জুয়েল অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply