নিজস্ব প্রতিবেদক : মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক ও জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৩৭তম মৃত্যুবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেট জাতির এই কৃতি সন্তানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
দিনটি উপলক্ষে মঙ্গলবার সকালে হযরত শাহজালাল (র) দরগা কবরস্থানে বঙ্গবীরের মাজার জিয়ারত শেষে সংগঠনের নেতৃবৃন্দ সেখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, অ্যাডভোকেট শেখ আখতারুল ইসলাম, সহ সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমনু, সিরাজুল ইসলাম, সদস্য আমিন তাহমীদ, আল মামুন বাবলু, ইসমত ইবনে ইসহাক সানজিদ প্রমুখ।
এছাড়া বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীসহ মুক্তিযুদ্ধের শহীদানদের রূহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
Leave a Reply