বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেট বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউর গনি ওসমানীর ১০৪ তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করেছে।
এ উপলক্ষে সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার, সকাল থেকে খতমে কোরআন ও বাদ জোহর হযরত শাহজালাল (র) দরগা জামে মসজিদ প্রাঙ্গণে বঙ্গবীর ওসমানীর কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল, যুগ্মসাধারণ সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, বীর মুক্তিযোদ্ধা রাজিউল ইসলাম তালুকদার রাজু, বীর মুক্তিযোদ্ধা হাফিজ মঈন উদ্দিন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, যুব সংগঠক আমীন তাহমীদ, হাফিজ মাওলানা আবু ইউসুফ চৌধুরী, হাফিজ আমির আলী (র) হাফিজিয়া ইয়াতিম মাদারাসার উস্তাদ হাফিজ নজির হোসেন, তাহমিদুর রহমান আবির, মো আব্দুস সালাম, মো সিরাজ উদ্দীন, জমির উদ্দিন, দেলওয়ার হোসেন, হোসাইন ছাতকী, আব্দুস সোবহান, জাহেদ, হাবিব উল্লাহ, আব্দুল মুহাইমিন নোমান, মো আব্দুর রউফ প্রমুখ।
পরে মাওলানা কবির আহমদের পরিচালনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply