হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা কৃষক লীগ বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাতবার্ষিকী জাতীয় শোক দিবস পালন করেছে।
এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার নূরুল হেরা মসজিদের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির। জেলা কৃষক লীগ সভাপতি হুমায়ূন কবির রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত আসনের সাংসদ অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ সভাপতি দেওয়ান জয়নাল আবেদীন এবং সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ ড হাবিবুর রহমান মোল্লা।
প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির বলেছেন ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল; কিন্তু বিদেশে থাকায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা ঘাতকদের হাত থেকে রক্ষা পান।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যায় ঘটনায় জিয়াউর রহমান জড়িত ছিলেন।
Leave a Reply