হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো আবু জাহির বলেছেন, জাতির পিতাকে হত্যার পর স্বাধীনতার পরাজিত শত্রু দের উত্থান ঘটেছিল। মহান বিজয়কে নস্যাৎ করতে চেয়েছিলো তারা; কিন্তু সেই সুযোগ আর নেই। কারণ ইতিহাস নিজস্ব গতিতে চলে। ইতিহাসকে কেউ মুছে ফেলতে পারে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পথ দেখিয়েছেন, তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই পথ ধরেই এগিয়ে যেতে চাই।
বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে লাখাই উপজেলার করাব ইউনিয়ন পরিষদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই কামালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, আওয়ামী লীগ নেতা এম এ মতিন, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, অ্যাডভোকেট মাহফুজ মিয়া, জুয়েল রানা, হাবিবুর রহমান আজনু, আব্দুল কদ্দুছ, শরীফ উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকরামুল মজিদ চৌধুরী শাকীল, বিশিষ্ট মুরব্বি মহরম আলী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো আমিনুর রশিদ সৈকত।
কর্মসূচি শুরুতেই বঙ্গবন্ধুসহ সকল শহীদ স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
Leave a Reply