সাংস্কৃতিক প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু স্বাধীন দেশ দিয়েছেন বলেই বাঙালি পরিচয়ে মায়ের ভাষায় কথা বলতে পারছি- সাহিত্যচর্চা করছি।
তিনি আরও বলেছেন, আমাদের মাতৃভাষার প্রতি ভালবাসা আছে বলেই জীবন দিয়ে আমরা মাকে মা বলে ডাকার অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছি। ভাষা ও সাহিত্যচর্চার মাধ্যমে নতুন প্রজন্ম যাতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত হয় সে জন্যে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই চান বলেই জেলায় জেলায় সাহিত্য মেলা আয়োজনের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার সকালে সিলেট জেলা ক্রীড়া ভবন চত্বরে বাংলা একাডেমির সমন্বয়ে জেলা পর্যায়ে সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন সিলেটের ব্যবস্থাপনায় আয়োজিত দুদিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন পর্বে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
ড এ কে আব্দুল মোমেন বলেন, জানার আগ্রহ ও প্রকাশের স্পৃহা থাকলে সাহিত্য সাধনায় সাফল্য আসে।
তিনি মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, সিলেট এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। এমনকি এখানকার নারীরাও সোচ্চার ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মো মজিবর রহমান বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণকে বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক কবিতা ও বঙ্গবন্ধুকে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক কবি আখ্যায়িত করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুব্রত ভৌমিক জানান, বিভিন্ন এলাকায় মহান মুক্তিযুদ্ধের কলমযোদ্ধাদের সম্মিলন ঘটানোর মাধ্যমে নতুন প্রজন্মকে স্বাধীনতার মর্ম উপলব্ধির সুযোগ করে দিতে প্রধানমন্ত্রী আগামী ডিসেম্বরের মধ্যে ৬৪ জেলায় সাহিত্যমেলার আয়োজনের নির্দেশ দিয়েছেন।
বিশেষ অতিথি সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (অতিরিক্ত ডিআইজি) ফয়সল মাহমুদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করেন।
বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মানবিক গুণ সম্পন্ন মানুষ হতে বই পড়ার উপর গুরুত্ব আরোপ করে বলেন, তথ্যপ্রযুক্তির বিকাশ তথ্যের দ্বার উন্মুক্ত করে দিলেও বই পড়ার বিকল্প নেই।
বিশেষ অতিথি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন বলেন, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বাংলা সাহিত্যকে নতুন মাত্রা দিয়েছে।
বিশেষ অতিথি কবি-গবেষক ড আবুল ফতেহ ফাত্তাহ এই আয়োজনের জন্যে সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলা এডাডেমি ও জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
Leave a Reply